প্রকাশিত শারদ ছাত্রসংগ্রাম পত্রিকা
প্রকাশিত হল শারদ ছাত্রসংগ্রাম পত্রিকা। শনিবার শারদ সংখ্যা প্রকাশ করলেন প্রাক্তন সাধারণ সম্পাদক বিমান বসু , নেপালদেব ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী। উপস্থিত ছিলেন এই রাজ্যের ছাত্র আন্দোলনের প্রাক্তন শীর্ষনেতা সোমনাথ ভট্টাচার্য, সায়নদীপ মিত্র, মধুজা সেনরায়। এছাড়াও উপস্থিত ছিলেন এসএফআই নেতা ময়ূখ বিশ্বাস, প্রতীকউর রহমান, সৃজন ভট্টাচার্য্য, সমন্বয় রাহা, অর্জুন রায় প্রমুখ। ছাত্রসংগ্রাম পত্রিকার তরফে ছিলেন ঋজুরেখ দাশগুপ্ত , গীতশ্রী সরকার , পৃথা তা, শুভজিৎ সরকার। আরও পড়ুনঃ পুজোয় কোভিড বিধি , প্রতি প্যান্ডেলে একজন করে নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত লালবাজারের সমসময়ের বিভিন্ন ইস্যু উঠে এসেছে এবারের শারদ সংখ্যায়। করোনা-লকডাউন থেকে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, রামমন্দির থেকে কৃষি বিল - সব কথাই থাকছে শারদের অক্ষরে৷এছাড়াও থাকছে সদ্য প্রয়াত কম.শ্যামল চক্রবর্তী ও কম.নিরুপম সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এই পত্রিকার দাম ধার্য করা হয়েছে মাত্র ৫০ টাকা। উল্লেখ্য , এসএফআই-এর ৫০ বছর পূর্তি চলছে।